প্রধান শিক্ষকের বাণী

সুশিক্ষাই জাতির মেরুদন্ড। সুশিক্ষা ছাড়া কোন জাতি বা দেশ উন্নতি লাভ করতে পারে না। সুশিক্ষা জাতি,সমাজ বা দেশের উন্নত বিকাশ ঘটায়। পহেলা অক্টোবর ২০০৯ খ্রিষ্টাব্দে এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহন করে সামনের দিকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা অভ্যাহত রেখেছি। এই কর্মকান্ডে আমাকে সাহায্য করে যাচ্ছেন আমার কর্মক্ষম সহকর্মীবৃন্দ ও ম্যানেজিং কমিটির সভাপতি এবং সদস্যবৃন্দ।

আমি আশাবাদি শিক্ষা কর্মকান্ডের সাথে জড়িত ব্যক্তি বর্গ তাদেরও সহযোগীতা অভ্যাহত রাখলে হায়দর পুরসহ অত্র এলাকার নারীশিক্ষাসহ শিক্ষার্থীর শিক্ষা প্রসার এই প্রতিষ্ঠান অচিরেই এই এলাকার একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তর হবে ইনশা আল্লাহ। এই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য এখন থেকে প্রতিষ্ঠানের website খুলে তাতে স্কুলের নিয়মিত তথ্য সরবরাহ করতে পেরে ও আমি খুবই আনন্দিত । আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এই প্রতিষ্ঠান এখন থেকে সংযুক্ত হলো তথ্য প্রযুক্তির মহাপথে। আজকের অত্যাধুনিক প্রযুক্তির জয় মালা পরিধান করে  আমার প্রতিষ্ঠান ও এগিয়ে যাবে সামনের দিকে এটাই আমার ঐকান্তিক প্রত্যাশা।

 

ধন্যবাদসহ

মো:এনামুল হক

প্রধান শিক্ষক

হায়দরপুর উচ্চ বিদ্যালয়,হায়দরপুর

ছাতক,সুনামগঞ্জ।