প্রতিষ্ঠানের ইতিহাস

হায়দরপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসঃ
              হায়দরপুর উচ্চ বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলাধীন ছাতক উপজেলার ভাত গাঁও ইউনিয়নের  ৪ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হায়দরপুর গ্রামের উত্তর-পূর্ব দিকে অবস্থিত। এই অঞ্চলের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় ১.৫০ একর ভূমির উপর বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়টি উপজেলার দক্ষিণাঞ্চলে প্রায় ৩০ কিলোমিটার দূরে হায়দরপুর গ্রামে অবস্থিত।এর উত্তরে একটি জলাশয়, দক্ষিণে বিদ্যালয়ের খেলার মাঠ,পূর্বে আবাদী জমি ও পশ্চিমে হায়দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৎকালীন সময়ে হায়দরপুর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম নদী-নালা,খাল-বিলে রাস্তাঘাট পরিবেষ্টিত ছিল,তখন যাতায়াত ব্যবস্থা খুব নাজুক ছিল। এই অঞ্চল থেকে পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়গুলোর ন্যূনতম দূরত্ব প্রায় ৭.০ কিলোমিটার ছিল এবং যাতায়াত ব্যবস্থা অনুপযোগী হওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় অনেক পিছিয়ে ছিল। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সুবিধা নেওয়া দুষ্কর হয়ে পড়েছিল। শিক্ষায় অনগ্রসর শিক্ষার্থীদেরকে শিক্ষাদানের সুযোগ প্রদানের জন্য,নারী শিক্ষার্থীদের শিক্ষার আলোয় তাদের জীবন আলোকিত করার জন্য প্রবাসী অধ্যুষিত হায়দরপুর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ অত্র অঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ গিয়াস মিয়া সাহেবের সভাপতিত্বে ১৯৯৮ সালের ১০ই এপ্রিল প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিশিষ্ট মুরব্বি জনাব মোঃ আশ্রব আলী সাহেবের সভাপতিত্বে ১৯৯৮ সালের ১৮ই অক্টোবর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।পরবর্তীতে ১৯৯৮ সালের ১৫ই নভেম্বর বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে অনুষ্ঠিত ৩য় সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে জনাব মোঃমানিক মিয়া সাহেবকে সভাপতি,প্রধান শিক্ষক সাহেবকে সদস্যসচিব মনোনীত করে ৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি ঘোষণা করা হয়।দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন জনাব মোঃ জুনুর মিয়া (সহ সভাপতি),জনাব আলহাজ্ব মোহাম্মদ গিয়াস মিয়া (দাতা সদস্য),জনাব মোঃআব্দুল হক আজাদ (শিক্ষানুরাগী সদস্য),জনাব মোঃআমিনুল ইসলাম ( সদস্য),জনাব মোঃ হুসিয়ার উদ্দিন (সদস্য),জনাব মোঃছাবু মিয়া( সদস্য),জনাব মোঃ আনা মিয়া ( প্রতিষ্ঠাতা সদস্য)। এছাড়া বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন জনাব এস এ কুটি মিয়া,জনাব মোঃকবিরুল ইসলাম,জনাব রুহুল কুদ্দুস জগলু মিয়া,জনাব মোঃ আয়াছ মিয়া ও জনাব মোঃ রাইছ মিয়া প্রমুখ। ১৯৯৮ সালের ৫ই ডিসেম্বর ম্যানেজিং কমিটির কার্যক্রম পুরোদমে শুরু হয়।এরই পরিপ্রেক্ষিতে সর্বজন ঐক্যমতে হায়দরপুর গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন বিষয়ক সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং হায়দরপুর গ্রামবাসী ১.৫০ একর ভূমি হায়দারপুর উচ্চ বিদ্যালয়ের নামে দান করেন। বিনা-বেতনে  শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ প্রদান করা হবে। যখন বিদ্যালয়টি সার্বিক দিকে স্বয়ং সম্পূর্ণ হবে তখন থেকে শিক্ষার্থীদের মাসিক বেতন চালু করা হবে। বিদ্যালয়টি ১৯৯৯ সালের ১ লা জানুয়ারি স্থাপিত হয় এবং ১৯৯৯ সালের ২২ শে জানুয়ারি তৎকালীন ছাতক- দোয়ারা বাজার (সুনামগঞ্জ-৫) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক মহোদয় বিদ্যালয়টি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন।
১৯৯৯ সালের ১লা জানুয়ারি বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক পর্যায়ের প্রাথমিক পাঠদান অনুমতি ও ২০০২ সালের ১লা জানুয়ারি ৫ বছরের জন্য একাডেমিক স্বীকৃতি লাভ করে। ২০০৩ সালের ১লা জানুয়ারি বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ের মানবিক শাখার প্রাথমিক পাঠদান অনুমতি লাভ ও ২০০৪ সালের ১লা মে বিদ্যালয়টি নিম্নমাধ্যমিক এমপিও ভুক্তকরণ হয়। ২০০৬ সালের ১লা জানুয়ারি একাডেমিক স্বীকৃতি লাভ, ২০১১ সালের ১ লা জানুয়ারি বিজ্ঞান শাখা চালু করা হয়। শিক্ষামন্ত্রনালয় কর্তৃক মাধ্যমিক স্তর এমপিওভুক্তি ঘোষিত হয় ২০২২ সালের ৬ই জুলাই অর্থাৎ ০৬/০৭/২০২২ইং সালে এমপিওভূক্ত হয়। ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ন রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ছাতক দোয়ারা বাজার আসনের সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিদ্যালয়টিতে শিক্ষার অগ্রগতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে,বিশেষ করে নারী শিক্ষার প্রসার ঘটছে। জেএসসি এবং এসএসসি পরীক্ষার পাশের হার সর্বদা সন্তোষজনক। বিদ্যালয়টিতে বিশেষ করে মেয়ে শিক্ষার্থীর হার বেশি। এবং মেয়ে শিক্ষার্থীরাই জেএসসি এবং এসএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল লাভ করে থাকে। ২০০৯ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্র সুনামের সহিত পরিচালিত হচ্ছে।এ বিদ্যালয়ে অধ্যয়ন করে অনেকেই আলোকিত মানুষ,শিক্ষক, রাজনীতিবিদ,সফল ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তারসহ বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত আছেন। এই বিদ্যালয়টি প্রায়ই নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন অব্যাহত থাকে।বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার রহমান তোতা মিয়া,সদস্য সচিব প্রধান শিক্ষক জনাব মোঃএনামুল হক, সাধারণ শিক্ষক প্রতিনিধি জনাব আবুল কাওছার ও জনাব মোঃ আজিজুর রহমান,শিক্ষানুরাগী সদস্য জনাব মোঃ ফজলুল করিম,অভিভাবক সদস্য জনাব মোঃআব্দুল হক,জনাব মোঃ জিতু মিয়া,জনাব মোঃ হাফিজুল হক ও জনাব মোঃ সিরাজুল ইসলাম ।